ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে একাই জয়ের পথ দেখালেন লেগস্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিলেন তিনি।
ম্যাচশেষে নিজের সাফল্যের ব্যাখ্যা দিয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
তিনি বলেন, সবাই স্ট্রাগল করছে, তাই আমি চেষ্টা করছি ভালো করতে। প্রথম দিকের ওভারগুলোতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরে কাভার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে।
রিশাদ জানান, ব্যাটিংয়েও উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রিশাদ বলেন, ব্যাটিংয়েও ট্রাই করছি। আমি ভালো খেললে টিমেরও ভালো হয়।
রশিদ খানের সঙ্গে আলাপের কথাও জানালেন এই লেগস্পিনার।
তিনি বলেন, লেগ স্পিনার লেগ স্পিনারের সাথে কথা বলছে। রশিদ ভাইয়ের সাথে সামনে এগিয়ে যাওয়ার কথাও হয়েছে।
ম্যাচের অবস্থা ও পিচ নিয়েও মন্তব্য করেছেন রিশাদ।
তিনি বলেন, বাজে উইকেট ছিল গায়ানাতে, দুই দলেরই জয়-পরাজয়ের সম্ভাবনা সমান ছিল।
দলের সমর্থন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাহস যোগানোর কথাও তুলে ধরলেন তিনি।
রিশাদ বলেন, শান্ত ভাই সাহস দিয়েছিল। লাস্ট বল পর্যন্ত ফাইট করার চিন্তা ছিল। ছয়টা উইকেটই গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য।
শেষে ভবিষ্যতের দিকেও দৃষ্টি রাখলেন এই তরুণ টাইগার। জানালেন, সময় নিয়ে খেললে আরও ভালো করা যাবে।
এফবি/এএটি