ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে আমন্ত্রণ পেল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ২২, ২০২৫
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে আমন্ত্রণ পেল বাংলাদেশ সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি নতুন প্রস্তাব পেয়েছে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আগ্রহ দেখিয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এই প্রস্তাব প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 'শ্রীলঙ্কা থেকে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব এসেছে। আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে ২ ডিসেম্বর, আর বিপিএল শুরু হতে পারে ১৪ বা ১৫ ডিসেম্বর। এই মধ্যবর্তী দুই সপ্তাহে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছে তারা। '

তবে টানা খেলার ধকল এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার বিষয়টিও বোর্ড গুরুত্বের সঙ্গে ভাবছে। দীর্ঘ সময় ধরে টানা ক্রিকেট খেলার কারণে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন রয়েছে বলেই বিসিবি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

শ্রীলঙ্কা বাংলাদেশকে আমন্ত্রণ জানালেও সিরিজের তৃতীয় দলটি কারা হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি। তবে ক্রিকেট পাড়ার গুঞ্জন, তৃতীয় দল হিসেবে পাকিস্তানকেও এই সিরিজে যুক্ত করা হতে পারে। বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড প্রস্তাবটি ইতিবাচকভাবেই বিবেচনা করছে, তবে খেলোয়াড়দের স্বার্থ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।