ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৭২ রানের টার্গেটে ব্যাট করছে প্রাইম ব্যাংক

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
১৭২ রানের টার্গেটে ব্যাট করছে প্রাইম ব্যাংক

সিলেট বিভাগীয় স্টেডিয়াম থেকে: বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর বুধবারের প্রথম ম্যাচে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে আবাহনী লিমিটেড।

খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ অভারে ৩ উইকেট খুইয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৭২রান।

ব্যাট করছেন সাব্বির রুম্মান ও সৈকত আলী।
 
সোমবার দুপুর  সাড়ে ১২ টায় সিলেট বিভাগীয়  স্টেডিয়ামের খেলা শুরু হয়।   শুরুতে টসে জিতে প্রাইম ব্যাংব আবহানীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

খেলার শুরুতেই দলীয় ১২রানের মাথায় ব্যাক্তিগত ১রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন আফতাব এবং ২৯রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে আউট হয়ে যান মারুফ।

পরে সৌম্য সরকারকে নিয়ে দলের হাল ধরেন দলনেতা মুশফিকুর রহিম। তবে দলীয় ৮৭ রানের মাথায় ব্যাক্তিগত ৩১রান করে সৌম্য সরকার আউট হয়ে যান। দলীয় ১২২ রানের মাথায় মাহমুদুল্লাহ আউট হন। পরে মাত্র ৩৩ বলে ব্যাক্তিগত অর্ধশতক পূর্ণ করেই তিনিও আউট হন।

তবে এর পর আর পেছনে তাকাতে হয়নি মুশফিক বাহিনীকে। শেষ দিকে জিয়াউর রহমানের ঝড়ো ১৬ বলে ২৮ রানের  উপর ভর করে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ২০ অভারে ৭ উইকেট হারিয়ে  ১৭১।

প্রাইম ব্যাংকের পক্ষে রুবেল হোসেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ টি, দলনেতা সাবিক আল হাসান ৪ ওভারে ২৩ রানে একটি, তাইজুল ৪ ওভারে ৩৯ রানে ২টি  এবং শাহাদাত হোসেন তিন ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

এদিকে, ১৭২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমেই দলীয় ১৭ রানের মাথায় দলের ওপেনিং ব্যাটসম্যান অলক কাপালিকে হারায় প্রাইম ব্যাংক। পরে দলীয় ৪৬ রানের মাথায় আরেক অপেনার এনামুল হক ও দলীয় ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে মাহমুদউল্লাহর শিকার হন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত  প্রাইম ব্যাংক ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে।

আবাহনী দলে রয়েছেন: মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, সৌম্য সরকার, নাফীস ইকবাল, মাহামুদুল্লাহ রিয়াদ, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক, নাজমুল হোসেন মিলন, ফরহাদ রেজা, শুভাশিষ রায়, নাবিল সামাদ, জিয়াউর রহমান, মো: সোহরাওয়ার্দি শুভ ও মেহেদী মারুফ।

প্রাইম ব্যাংকে দলে রয়েছেন- সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৈকত আলী, লিটন কুমার, সাব্বির রাহমান,  মেহরাব জুনিয়র, আলক কাপালি,সোহাগ গাজী, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন।

এই মাঠেই বিকালে মুখোমুখি হচ্ছে  মোহামেডান ও ইউসিবি বিসিবি একাদশ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘন্টা, ২৫ ডিসেম্বর, ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

*খেলা দেখতে মাঠে অর্থমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।