মেলবোর্ন: কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় পঞ্চম ও শেষ টেস্টের জন্য সোমবার অ্যালেক্স ডুলানকে দলে অন্তর্ভুক্ত করল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শুক্রবার সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে নামবে মাইকেল ক্লার্ক বাহিনী।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে ৪-০ তে ইতোমধ্যেই সিরিজ জেতা দলটিতে তাসমানিয়ান ব্যাটসম্যানকে রাখার সিদ্ধান্ত হয়েছে। মেলবোর্নে পাওয়া কুচকির চোট অপরিবর্তিত থাকলে শেন ওয়াটসন শেষটিতে থাকবেন না। তার পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে ডানহাতি ব্যাটসম্যানের।
২৮ বছর বয়সী ডুলান ৫৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬ সেঞ্চুরি ও ১৮ ফিফটিসহ তিন হাজার ৩৭৫ রান করেছেন।
এদিকে পেসার রায়ান হ্যারিসও হাঁটুর ব্যথার সঙ্গে লড়ছেন।
অবশ্য বোলিং কোচ ম্যাকডরমেটের বিশ্বাস অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর