ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহ-মার্শালে এগিয়ে মধ্যাঞ্চল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
মাহমুদউল্লাহ-মার্শালে এগিয়ে মধ্যাঞ্চল ছবি: (ফাইল ফটো: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

ঢাকা: মাহমুদউল্লাহর ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের চেয়ে প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকলেও মার্শাল আইয়ুবের অপরাজিত শতকে দ্বিতীয় ইনিংসে লিড পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন শেষে বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে ২৫৩ রানে, হাতে আছে আরও পাঁচ উইকেট।



দ্বিতীয় দিন শেষে
ওয়ালটন মধ্যাঞ্চল: প্রথম ইনিংস- ১৬৫/১০, দ্বিতীয় ইনিংস- ৩১৮/৫
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস- ২৩০/১০

১৯৬ রানে সাত উইকেট হারিয়ে রোববার মাঠে নেমেছিল দক্ষিণাঞ্চল। আব্দুর রাজ্জাকের দল বাকি তিন উইকেট হারায় ৩৪ রান যোগ করতে গিয়ে। আগের দিন পাঁচ উইকেট নেওয়া মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহ এদিন জোড়া আঘাত হানেন। বাকিটি নেন ইলিয়াস সানি।

মাহমুদউল্লাহ ২৭ ওভার দুই বলে ৯৪ রান দিয়ে নেন সাতটি উইকেট। দুটি পান সানি। দক্ষিণাঞ্চলের ইনিংস সেরা ব্যাটিং হয়েছিল প্রথম দিন মিথুন আলীর (৮৮) ব্যাটে।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মধ্যাঞ্চল ওপেনার শাহরিয়ার নাফীস ২৭ রানে সাজঘরে ফিরলে শামসুর রহমানের সঙ্গে তার ৫১ রানের জুটিটি ভাঙে। তিন নম্বরে নেমে মার্শাল ও শামসুর গড়েন ৮৭ রানের দিন সেরা জুটি।

শামসুর ৬৫ রানে তাইবুর রহমানের বলে জিয়াউর রহমানের মুঠোবন্দী হন। তবে মার্শাল ৮৬ রানের দুটি সমান জুটি গড়েন রকিবুল হাসান (৩১) ও মাহমুদউল্লাহকে (৪১) নিয়ে।

শেষ বিকেলে ‍তাইবুরের তৃতীয় শিকার হন সানি (২)। তবে ১৯০ বলে ১৪টি চার ও দুটি ছয়ে ১২২ রানে অপরাজিত থেকে দলকে বেশ এগিয়ে রেখেছেন মার্শাল।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।