সাভার: তাইজুল ইসলামের স্পিন আর শুভাশীষ রায়ের পেসে দ্বিতীয় ইনিংসে বিধ্বস্ত ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য পেয়ে একদিন হাতে রেখেই জয় পেল মুশফিকুর রহিমের বিসিবি উত্তরাঞ্চল।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: প্রথম ইনিংস- ২৭০/১০, দ্বিতীয় ইনিংস- ১৩৯/১০
বিসিবি উত্তরাঞ্চল: প্রথম ইনিংস- ২৪৮/১০, দ্বিতীয় ইনিংস- ১৬৭/৩
ফল: উত্তরাঞ্চল জয়ী সাত উইকেটে
৭৯ রানে তিন উইকেট হারিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। ২২ রান যোগ করতে অলক কাপালিকে ফিরিয়ে তাইজুলের ঘূর্ণি জাদু ফের শুরু। সঙ্গে ডানহাতি পেসার শুভাশীষ যোগ দিলেন। তাইজুল চারটি ও শুভাশীষ এদিন নিলেন তিনটি উইকেট।
তামিম ইকবালের দল শেষ সাত উইকেট হারালো ৩৮ রানের মধ্যে। ইনিংস সেরা পারফরমেন্স ৩৭ রান এসেছিল আগের দিন নাফীস ইকবালের ব্যাটে।
দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া তাইজুল দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। শেষ ইনিংসে শুভাশীষ পেয়েছেন চারটি উইকেট।
লক্ষ্যে নেমে ৬২ রানের মধ্যে তিন উইকেট হারালেও নাঈম ইসলামের হার না মানা ফিফটির সঙ্গে মুশফিক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৯ রান করেন নাঈম। ২৯ রানে টিকে ছিলেন মুশফিক।
এর আগে জুনাইদের ৩১ ও সোহরাওয়ার্দী শুভর ২২ রান জয়ের জন্য কার্যকরী ছিল।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৪