ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির পাশে আছে ক্রিকেটপ্রেমীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
বিসিবির পাশে আছে ক্রিকেটপ্রেমীরা

ঢাকা: ‘ডোন্ট মেস উইথ টাইগার্স’। বাংলা করলে দাঁড়ায়- ‘বাঘের সঙ্গে ঝামেলা করতে এসো না’ তিন ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে এমনই হুমকি দল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।



ক্রিকেটারদের সমর্থন দিতে যারা মাঠে গর্জে ওঠে, এবার তারা গর্জে উঠল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। গণজাগরণ মঞ্চের মাধ্যমে পরিচিতি পাওয়া প্রজন্ম চত্বর আরেকবার হুঙ্কার দিয়ে উঠল দেশের ক্রিকেট বাঁচাতে। হাজার পাঁচেক ক্রিকেটপ্রেমীরা এদিন আবেগের প্রকাশ ঘটিয়েছে ব্যানার-ফেস্টুনে তাদের দাবি জানিয়ে। সব মিলিয়ে একটাই দাবি- টেস্ট খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক ক্ষতির কথা ভেবে নিজেদের বিকিয়ে দেওয়ার পক্ষে ছিল শুরুতে। যদিও শনিবার সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়েছে তারা এর বিরুদ্ধে। কিন্তু এই বিরোধিতা তো আসলে করতে হবে ২৮-২৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভায়। সেখানে থাকবে সব দেশগুলোর বোর্ড। ইতোমধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গে যেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিরোধিতায় যোগ দেন সেই দাবি জানালেন অবস্থান কর্মসূচীতে যোগ দেওয়া ক্রিকেটপ্রেমীরা।

কয়েকজন প্ল্যাকার্ডের মাধ্যমে বিসিবিকে সাহসী হওয়ার আহ্বান জানালেন,‘সাহস রাখ বিসিবি, না বল তাদের, স্বপ্ন বিকিয়ে দেওয়ার নয়। ’

আয়োজকদের একজন সদস্য শামীম বলেন,‘আইসিসির কাছে বিসিবির মাধ্যমে জানাতে চাই আমরা এখন অনেক এগিয়ে যাচ্ছি। আমরা আরও এগিয়ে যাব। আইসিসির সভায় যদি আমাদের বোর্ড সভাপতি চুপ থাকে তবে মোড়লরা পাত্তা পেয়ে যাবে। তাই উনাকে বলছি যেন এর প্রতিবাদ করেন। মাথা নত করবেন না তাদের সামনে। সমগ্র বাংলাদেশ আপনার সঙ্গে আছে। কেন ভয় করবেন। ’

বাংলাদেশকে টেস্ট থেকে বিচ্ছিন্ন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডই যে কলকাঠি নাড়াচ্ছে এমনটাই বিশ্বাস ফয়েজের। এমন প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি বলেন, মূল প্রস্তাব এনেছে ভারত। তাদের প্রস্তাব শুধু  অগ্রহণযোগ্যই নয়, নিন্দনীয়। তাদের এই প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমাদের এই আন্দোলন চলবে দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত। আমাদের একটাই দাবি, বাংলাদেশ এতদিন টেস্ট খেলেছে, খেলে যাবে। ’

বাংলাদেশ এই অবস্থানের বিরুদ্ধে গেছে জেনে তাকে স্বাগত জানালেন নাঈম। তবে শেষ পর্যন্ত বিসিবি মাথা নত করলে তার পরিণতিতে পুরো শহরে প্রতিবাদ মিছিল ছড়িয়ে পড়বে বললেন তিনি।

বিকাল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত শাহবাগে একটাই স্লোগান মুখে মুখে ‘তিন দেশের দাদাগিরি মানি না, তিন দেশের স্বৈরাচারী মানি না, মানব না। ’ভারত যেমন তাদের দাবি না মানলে আইসিসি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে তেমনই এই অন্যায্য প্রস্তাবের বিরুদ্ধে যারা তাদেরও উচিত আইসিসি প্রত্যাহার করা। এমনটাই মনে করেন কামরুল,‘যে তিন দেশ এই প্রস্তাব করেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তাদের আইসিসি থেকে বাদ দিয়ে অন্য দেশগুলো একসঙ্গে থাকবে- এমন ব্যবস্থা করা উচিত। ’

এই পুরো প্রতিবাদ কর্মসূচী আরও প্রাণবন্ত করে তুলেছিলেন বাংলাদেশের যে কোনো আন্তর্জাতিক ক্রিকেটে গ্যালারির পরিচিত মুখ মিথুন ও শোয়েব আলী বুখারি। মিলন বাংলানিউজকে জানালেন,`বাংলাদেশ যদি টেস্ট না খেলে তবে ক্রিকেট মরে যাবে। আমার একটাই দাবি বাংলাদেশ টেস্ট খেলবে, এদেশের ক্রিকেট আরও উন্নত করবে। বিশ্বের কাছে মাথা উুঁচ করে দাঁড়াবে। এদেশের ক্রিকেট আগের চেয়ে উন্নত হয়েছে। আরও হবে। আমাদের একটাই দাবি বাংলাদেশ টেস্ট খেলবে। ’

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।