ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির প্রতি ক্রীড়া উন্নয়ন পরিষদের আহ্বান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
বিসিবির প্রতি ক্রীড়া উন্নয়ন পরিষদের আহ্বান

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সম্পূর্ণ অগনতান্ত্রিকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে ঘৃণ্য এক ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই তিন দেশের এমন কালো আইনে ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের অন্য দেশের ক্রিকেট।

যা বিশ্ব ক্রিকেটের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে।

বাংলাদেশের ক্রিকেটও অনেক ক্ষতিগ্রস্থ হবে নিঃসন্দেহে। দেশের ১৭ কোটি মানুষের মতো ঘৃণ্য এই চক্রান্তের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। তিন দেশের ওই সিদ্ধান্তের প্রতি সমর্থন আদায় করতে মঙ্গল ও বুধবার দুবাইয়ে আইসিসি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হবে।

যেখানে অংশ নিতে ইতিমধ্যে দুবাই গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের সকল গণমানুষের দাবির প্রতি সমর্থন জানিয়ে আইসিসির ওই সভায় তিন দেশের প্রস্তাবকে প্রত্যাখান করে বিসিবিকে ‘না’ ভোট প্রদান করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।