ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মজীবনী লিখা শুরু করেছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
আত্মজীবনী লিখা শুরু করেছেন শচীন

মুম্বাই: ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়ানো শেষ। এবার লিখালিখির প্রতিভা দেখাবেন শচীন টেন্ডুলকার।

শিগগিরই বিশ্বের ক্রিকেট ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারের জীবন সম্পর্কে জানতে পারবেন। নিজের জীবনের নানা জান‍া অজানা কাহিনী এবার কলমের খোঁচায় জানাতে যাচ্ছেন ভারতীয় ব্যাটিং গ্রেট। রেনল্ডসের এক ইভেন্টে এমন খবরই জানালেন তিনি।

আত্মজীবনী লিখার কাজ শুরু করে দিয়েছেন অসংখ্য ব্যাটিং রেকর্ডের মালিক,‘এটা নিয়ে কাজ শুরু হয়েছে। যদি বিস্তারিত সবকিছু বলে ফেলি তবে পড়বে কে? যখন সময় হবে তখন আপনাদের সবাইকে আরও কিছু জানাব। ’

শচীন আরও জানালেন লিখালিখি নতুন কিছু নয়। যখন ফোন ছিল না তখন দেশের বাইরে থেকে মা-বাবা ও স্ত্রী অঞ্জলিকে চিঠি লিখতেন। ভারত রত্ন বলেন,‘যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম তখন কোনো মোবাইল ফোন ছিল না। তাই আমার মা বাবা ও অঞ্জলির মতো প্রিয় মানুষদের কাছে থাকতে চিঠি লিখাই ছিল অন্যতম উপায়। ’

শচীনের বাবা ছিলেন মারাঠী লেখক। আবেগ অনুভূতির উন্নতির জন্য সন্তানদের তিনি লিখার পরামর্শ দিতেন। একই পথে হাঁটছেন দুশ টেস্টের মালিক,‘ছোটবেলায় সারা ও অর্জুন দেয়ালে হিজিবিজি লিখত, আমি ও অঞ্জলি তাদের বাধা দিতাম না। ’

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।