ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাজঘরে গেইল-স্যামুয়েলস-ব্রাভো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
সাজঘরে গেইল-স্যামুয়েলস-ব্রাভো ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে: পরপর সাজঘরে ফিরতে হলো উইন্ডিজ ব্যাটসম্যান গেইল, স্যামুয়েলস ও ব্রাভোকে।

অপর প্রান্তের ব্যাটসম্যানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল।

আর উইকেট কিপারের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে গেইলের পথ ধরেন আরেক হার্ডহিটার মারলন স্যামুয়েলস। পিচে এসেই প্রথম বলে এলবিডব্লিউর শিকার হয়ে গ্লাভস-ব্যাট গুটিয়ে ফিরতে হয় ব্রাভোকে।

গেইল-স্যামুয়েলস-ব্রাভোদের মতো ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আরও ক্ষুরধার হবে বলেই মনে করা হচ্ছে। ম্যাচের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ধীরগতিতে এগোয়। ৩৪ রান সংগ্রহ করতে ‘খুনে’ গেইলকে খেলতে হয়েছে ৩৩টি মূল্যবান বল।

টি-টোয়েন্টি ম্যাচ হলেও ১৫ ওভার শেষে ক্যারিবীয়দের রান সংগ্রহ ৫ গড়ে মাত্র ৭৬।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলছে উইন্ডিজ।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় দলের হয়ে খেলছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবেনশ্বর কুমার ও মোহাম্মদ সামি।

ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডন সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রি ও ক্রিস সান্তোকি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

**অর্ধশতক করতে ১১ ওভার খেললো উইন্ডিজ
**ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে উইন্ডিজ
**ধীরগতিতে শুরু ক্যারিবীয়দের ব্যাটিং

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।