ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রুততম ছয় হাজার রানের মালিক হলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
দ্রুততম ছয় হাজার রানের মালিক হলেন কোহলি বিরাট কোহলি

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে রেকর্ড গড়ে নিজের ছয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন এই সিরিজে অধিনায়কত্ব করা বিরাট কোহলি।

২৬ বছরের ভারতীয় তারকা ব্যাটসম্যান এই মাইল ফলক স্পর্শ করতে খেলন মাত্র ১৩৬ ইনিংস।

তিনি এই রেকর্ডটি গড়তে পেছনে ফেলেন ২৫ বছর আগে ১৪১ ইনিংসে ছয় হাজার রান করা ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে।

এর আগে কোহলি রিচার্ডসের সঙ্গে যৌথভাবে দ্রুততম পাঁচ হাজার রান করার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। তারা দুজনেই ১১৪ ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন। দিল্লির এই ব্যাটসম্যান পরের এক হাজার রান করতে খেলেছেন মাত্র ২৭টি ইনিংস। বর্তমানে ৫১.৩০ গড়ে তার রান ছয় হাজার তিন।

এ তালিকায় তিন নম্বরে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি। তিনি ১৪৭ ইনিংসে ছয় হাজার রান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।