ঢাকা: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্যে ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি অফস্পিনার সোহাগ গাজীর। এ নিয়ে রোববার দুপুরে মুখ খুললেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন, ‘অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কন্ডিশন, বিপক্ষ দলগুলোর শক্তিমত্তা এসব মাথায় রেখেই চুড়ান্ত দল বাছাই করা হবে। ’
বিশ্বকাপ শুরু হতে আড়াই মাসেরও বেশি সময় বাকি। এরমধ্যে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের ইনজুরির সমস্যাও উড়িয়ে দেওয়া যায় না। এ নিয়ে প্রশ্ন উঠলে ফারুক আহমেদ বলেন, ‘খেয়াল করে দেখবেন আমরা প্রতিটি ডিপার্টমেন্টে ব্যাকআপ খেলোয়াড় রেখেছি। কারণ কারো ইনজুরি হলে যাতে শুন্যতা সৃষ্টি না হয়। ’
তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াডের চেহারা কেমন দাঁড়াবে। নির্বাচকদের এ নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনার কথা খোলসা করার প্রশ্নই উঠে না প্রধান নির্বাচকের। কিন্তু স্বীকার করলেন চুড়ান্ত একাদশ বাছাই করা বেশ চ্যালেঞ্জিং, ফারুক আহমেদের জবানিতেই শুনুন, ‘আমাদের নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে সবকিছু বিবেচনা করে সবচেয়ে বেস্ট টিমটাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন একেকটি পজিশনে একাধিক পারফর্মার রয়েছে। সেখান থেকে সেরা একাদশ বাছাই করাটা অবশ্যই কঠিন এবং চ্যালেঞ্জিং। ’
শনিবার বিসিবি বিশ্বকাপের জন্যে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। সেখানে সোহাগ গাজী ছাড়াও জায়গা হয়নি ২০১১ সালের বিশ্বকাপ খেলা শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকি ও মোহাম্মদ আশরাফুলের। মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় আসেননি কিন্তু ফর্মহীনতার কারণেই বাদ পড়েছেন বাকিরা।
বাংলাদেশ সময়:১৭৪৫ ঘন্টা, ০৭ ডিসেম্বর ২০১৪