ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন আজমল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন আজমল সাঈদ আজমল

ঢাকা: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলছেন না পাকিস্তানের নিষিদ্ধ অফ স্পিনার সাঈদ আজমল। বোলিং অ্যাকশন নিয়ে এখনো অনেক কাজ বাকি আছে, এমনটি চিন্তা করেই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন আজমল।



শনিবার (২৭ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বেঠক শেষে এমনটি জানান ৩৭ বছর বয়সী এ স্পিনার।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, আজমল নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানাবেন।

আগস্টে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে নিষেধাজ্ঞার মুখোমুখি হন আজমল। এরপর বায়ো-মেকানিক পরীক্ষায় দেখা যায়, আজমলের হাত নির্ধারীত সীমার বেশি বাঁকছে।

আইসিসির নিয়ম অনুয়ায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবেনা।

পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক তাকে আরো সময় নিতে বলেছেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মো. আকরাম আজমলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

গত মাসে পাকিস্তানের আরেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং ‍অ্যাকশন নিয়েও সমালোচনা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।