ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে অন্যরকম এক কীর্তি গড়লেন কুমার সাঙ্গাকারা। এদিন ব্যক্তিগত ১৭ রান করে তিনি পেছনে ফেললেন তারই স্বদেশী সনাথ জয়সুরিয়াকে।
এ ম্যাচে লঙ্কানরা হারলেও সাঙ্গাকারার ব্যাট থেকে আসে মূল্যবান ৭৬ রান। আট চার ও এক ছয়ে তিনি এ রান করেন। বর্তমানে বাঁহাতি এ ব্যাটসম্যানের ওডিআই রান ১৩,৪৯০। তিনি এ রান করতে খেলেছেন ৩৯৪টি ম্যাচ, যেখানে তার গড় হচ্ছে ৪০.৬৩।
তবে এ তালিকায় ৪৬৩ ম্যাচে ৪৪.৮৩ গড়ে ১৮,৪২৬ রান করে সবার উপরে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আর তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৩৭৫ ম্যাচে ৪২.০৩ গড়ে ১৩,৭০৪ রান করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫