ঢাকা: নিজের শরীরে ট্যাটু আঁকানোর জন্য আগে থেকেই কুখ্যাতি ছিল কেভিন পিটারসনের। আর এবার ইংল্যান্ডের সাবেক এ তারকা আরো একটি আঁকালেন।
দক্ষিন আফ্রিকায় জম্ম নেয়া এ ব্যাটসম্যান সামাজিক গণমাধ্যম ইনস্টগ্রামে তার এ ট্যাটুর ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায় তার বুক থেকে পিঠ পর্যন্ত বড় করে একটি বিশ্ব মানচিত্র আঁকা হয়েছে।
এদিকে শরীরে আঁকা মানচিত্রের বিভিন্ন জায়গায় পিটারসন লাল তারকা চিহ্ন রেখেছেন। যার মাধ্যমে তিনি বুঝিয়েছেন এসব দেশে তিনি জাতীয় দলের হয়ে সেঞ্চুরি করেছিলন।
পিটারসন ইংলিশদের হয়ে ১০৪টি টেস্ট খেলে ২৩টি সেঞ্চুরি করেছিলেন। আর ১৩৬টি একদিনের ম্যাচে নয়টি সেঞ্চুরি করেছেন। ২০০৪ ও ২০০৫ সালে রঙ্গিন ও সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া পিটারসন সর্বশেষ ২০১৩ ও ২০১৪ সালে দলটির হয়ে খেলে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫