ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

মানসিকভাবে ভারত এগিয়ে, বলছেন সৌরভ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
মানসিকভাবে ভারত এগিয়ে, বলছেন সৌরভ সৌরভ গাঙ্গুলি

ঢাকা: বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ‘ক্রিকেটীয় যুদ্ধে’ ভারত মানসিকভাবে এগিয়ে থাকছে বলে দাবি করছেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচের আগে ক্রিকেট বিষয়ক একটি সংবাদমাধ্যমে লেখা কলামে সৌরভ বলেন, বড় প্রতিযোগিতা, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, দলের শক্তি, চাপ সামলানোর সক্ষমতা এবং অনুকূল ইতিহাস সবদিক থেকেই পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত।



অবশ্য, সবদিক থেকে এগিয়ে থাকলেও ভারতকে সতর্ক থাকারও পরামর্শ দেন ক্রিকেট দলটির সবচেয়ে নন্দিত এ অধিনায়ক।

ক্রিকেট বিশ্বকাপের পাঁচবারের সাক্ষাতে পাঁচবারই শেষ হাসি ফুটেছে ভারতীয়দের মুখে, প্রতিবারই হতাশায় মুষড়ে মাঠ ছাড়তে হয়ে পাকিস্তানিদের।

এখন পুলি বি‘র এ হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কারা হাসে তা-ই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।