ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ওভারে তিন ছক্কা, তিন চার মারলেন মিলার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
এক ওভারে তিন ছক্কা, তিন চার মারলেন মিলার

ঢাকা: ৪৬তম ওভারে বিশ্বকাপের ও নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা ডেভিড মিলার খেলার ৪৮তম ওভারে দেখালেন ব্যাটিং ঝলক। সলোমান মিরের সে ওভারে তিনটি ছক্কা ও সমান তিনটি চারের মার মেরে তুলে নিলেন মুল্যবান ৩০ রান।

ওভারটি ছিল এমন ৬, ৪, ৪, ৬, ৪, ৬।

এর আগে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ‌‌‌‌পুল বি’এ বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামে দক্ষিন আফ্রিকা ‍ও জিম্বাবুয়ে। এদিন খেলার প্রথম অবশ্য জিম্বাবুইয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ৮৩ রানেই প্রথম চার উইকেট হারায় ডি ভিলিয়ার্সরা।

তবে পঞ্চম উইকেট জুটিতে মিলার ও জেপি ডুমিনি মিলে রেকর্ড ২৫৬ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত ৩৩৯ রানের বিশাল সংগ্রহ দাড় করায়। মিলার ৯২ বলে সাত চার ও নয় ছয়ে ১৩৮ রনের অপরাজিত থাকেন। আর ডুমিনিও ১০০ বলে নয় চার ও তিন ছয়ে ১১৫ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।