ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়-আইরিশ ম্যাচে অভিভাবক যারা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ক্যারিবীয়-আইরিশ ম্যাচে অভিভাবক যারা ক্সেনফোর্ড ও রিচার্ড ইলিংগ্রোথ

ঢাকা: ১১তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫’র পঞ্চম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার। ওডিআই ইতিহাসের ৩ হাজার ৬শ’ ৩ নম্বর ম্যাচ এটি।



নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল, নেলসন স্টেডিয়ামে এ ম্যাচের অভিভাবকের দায়িত্ব পালন করছেন অর্থাৎ আম্পায়ারিং করছেন ৫১ বছর বয়সী ইংল্যান্ডের রিচার্ড ইলিংগ্রোথ এবং ৫৪ বছর বসয়ী অস্ট্রেলিয়ার সাউথপোর্টের ব্রুস-ও-ক্সেনফোর্ড।

ম্যাচ রিভিউ আম্পায়ার হিসেবে রয়েছেন আরেক ইংলিশ বিসি ব্রোড। আর রিজার্ভ আম্পায়ার হিসেবে রয়েছেন জোহান ক্লোইট।

ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড খেলা শুরু সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য মোটেই ভালো নয় আইরিশদের। ইতোপূর্বে দুই দল ৫টি ম্যাচ খেলেছে। এরমধ্যে ৪টিতেই জেতেছে ওয়েস্ট ইন্ডিজ, বাকি একটি ম্যাচ পরিত্যক্ত।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।