ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাশা মেটাতে পারলেন না গেইল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
প্রত্যাশা মেটাতে পারলেন না গেইল ছবি: সংগৃহীত

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না ক্রিস গেইল। নিউজিল্যান্ডের নেলসনে এদিন অবশ্য সমর্থকদের ধীর গতির ব্যাটিং উপহার দেন এ ক্রিকেট দানব।

পরে খেলার ২১.২ ওভারে জর্জ ডকরেলের বলে মারতে গিয়ে ক্যাচের ফাঁদে পড়েন তিনি।

এর আগে তিন চার ও এক ছয়ে ৬৫ বলে ৩৬ রানের মাঝারি মানের একটি ইনিংস খেলেন গেইল। এদিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে উদ্ধোধনী করতে নামেন ডোয়েন স্মিথ ও গেইল। স্মিথ ১৮ রানে কেভিন ওব্রাইনের বলে আউট হলে দলীয় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা।

স্যাক্সটন ওভালে বিশ্বকাপের পঞ্চম ম্যাচে পুল ‘বি’তে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।