ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিং দুশ্চিন্তায় ইংল্যান্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বোলিং দুশ্চিন্তায় ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড দলে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনের মতো বিশ্বমানের বোলার রয়েছে। তারপরও সন্তুষ্ট নন দলের বোলিং কোচ পিটার মুরস।

তার মতে, বিশ্বকাপে ভালো করতে হলে বোলিং কৌশলে পরিবর্তন আনতে হবে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানের বিশাল হারের লজ্জা দেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংলিশ পেস অ্যাটাকের বিপক্ষে নয় উইকেটে ৩৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে ৪১.৫ ওভারে ২৩১ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

ইংল্যান্ডের বোলিং কোচ মুরস বলেন, ‘দলে ভালো মানের বোলার থাকলেও তাদের বোলিং কৌশলে পরিবর্তন আনতে হবে। আমি বোলিং কৌশলের রিভিউ করছি। কিছু কিছু যায়গায় পরিবর্তন আনতে হবে। বিশেষ করে স্লগ ওভারগুলোতে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। ’

ইংলিশ কোচ আরো বলেন, ‘বিশ্বকাপ জিততে না পারলেও আমাদের ম্যাচ জয়ের দিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গ্রুপ পর্বের ম্যাচগুলোত জয় ছাড়া বিকল্প নেই। প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারব বলে আশা রাখছি। ’

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২০ তারিখে ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।