ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাক-ভারত ম্যাচের পর সংঘর্ষ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
পাক-ভারত ম্যাচের পর সংঘর্ষ সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার খেলার পর দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিডনিতে এ সংঘর্ষ ঘটে বলে জানা যায়।

আর এতে চার জন আহত হয়েছে বলেও জানা গেছে।

মেরিল্যান্ডের আরএসএল ক্লাবের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচের পর সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় ৪০ জন সমর্থক। তাদের মধ্যে তিনজনকে পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার করে ওয়েস্টমিড হাসপাতালে এবং একজনকে অ্যাবার্ন হাসপাতালে ভর্তি করে। এছাড়া সংঘর্ষস্থল থেকে দু’জনকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের বাইরে প্রায় ২২০টি গোপন ক্যামেরা ছিল। সেখান থেকে ফুটেজ সংগ্রহের মাধ্যমে সংঘর্ষে জড়িতদের গ্রেফতার করা হবে। ২০টি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে সংঘর্ষে জড়িতদের সনাক্ত করা হয়েছে।

ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয় যখন অনেকটা নিশ্চিত হয়, তখনই এ ঘটনা ঘটে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।