ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একশো রান পেরিয়ে নিউজিল্যান্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
একশো রান পেরিয়ে নিউজিল্যান্ড

ঢাকা: স্কটল্যান্ডের দেয়া ১৪৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় শতরান পেরিয়েছে নিউজিল্যান্ড।   এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১০০ রান।

১৬.৪ ওভারে এ রান তুলেছে স্বাগতিকরা।

এর আগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন রস টেলর।   ১১তম ওভারে পরিবর্তিত বোলার হিসেবে এসে প্রথম ওভারেই রস টেলরের উইকেট তুলে নেন অফস্পিনার মাজিদ হক।

স্টাম্প ববাবর বল উইকেট থেকে বেরিয়ে  মিড উইকেট দিয়ে উঠিয়ে মারলে রব টেলরের দর্শনীয় ক্যাচে পরিনত হন রস টেলর। ৯ রান করে আউট হন তিনি।   এর আগে  ইয়ান ওয়ার্ডলের বলে ম্যাথিউ ক্রসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ব্রেন্ডন ম্যাককুলাম। আউট হওয়ার আগে তিনটি চারের সাহাজ্যে ১২ বলে ১৫ রান করেন তিনি।   দলীয় ১৮ রানে গাপটিলকে (১৭) ফেরান ম্যাথিউ ক্রস।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১২ ওভারে তিন উইকেটে ৭০ রান। কেন উইলিয়ামসন ২৪ ও গ্র্যান্ট এলিয়ট ০ রানে অপরাজিত আছেন।  

এর আগে ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।
   
কোরি এন্ডারসন ও ড্যানিয়েল ভেট্টোরি তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।