ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের কাছে চলে এসেছে টাইগাররা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
জয়ের কাছে চলে এসেছে টাইগাররা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে চলে এসেছে মাশরাফি বাহিনী। সাকিবের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন মিরওয়াইস আশরাফ।

আর তাসকিনের শিকারে সাজঘরে ফেরেন হামিদ হাসান।

৪২ ওভার শেষে আফগানদের দলীয় সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান।

টাইগারদের দেওয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। মাশরাফি ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই সাজঘরে ফেরান জাভেদ আহমাদিকে (১ রান)। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন নড়াইল এক্সপ্রেস।

এর পরের ওভারের প্রথম বলেই রুবেলের আঘাতে ফেরেন আফসার জাজাই। ইনিংসের তৃতীয় ওভারের নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে বাংলাদেশ দলের অধিনায়ক আবার আঘাত হানেন আফগান শিবিরে।

তিন রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা আফগানরা ধীর গতিতে রান সংগ্রহ করে টাইগারদের মোকাবেলার চেষ্টা করে। ৬২ রানের জুটিও গড়েন সেনওয়ারি আর নওরোজ মঙ্গল। তবে, ম্যাচের ২২.৪ ওভারে মাহমুদুল্লাহ এ জুটি ভাঙেন। নওরোজকে ব্যক্তিগত ২৭ রানে রুবেলের অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরাতে বাধ্য করেন মাহমুদ।

এরপর ব্যক্তিগত ৪২ রান করা সেনওয়ারিকে রান আউট করে বিদায় করে টাইগাররা। দলীয় ৭৮ রানের মাথায় আফগানদের পঞ্চম উইকেটের পতন ঘটে। সাকিব আল হাসান এলবির ফাঁদে ফেলে বিদায় করেন ১৭ রান করা জাদরানকে। আর পরের ওভারের প্রথম বলেই মাশরাফি ফেরান আফগান দলপতি নবীকে। নবী আউট হওয়ার আগে করেন ৪৪ রান।

এর আগে টসে জিতে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে টাইগাররা অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৬৭ রান।

বাংলাদেশের ক্রিকেট প্রাণ সাকিব আল হাসান দলকে ভালো অবস্থানে রেখে সাজঘরে ফেরেন। হামিদ হাসানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার। তার ইনিংসটিতে ছিলো একটি ছয়ের ও ৬টি চারের মার।

পঞ্চম উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১১৪ রানের জুটি গড়া মুশফিক খেলেন ৭১ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস। আফগান দলপতি মোহাম্মদ নবীর বলে সেনওয়ারির তালুবন্দি হওয়ার আগে মুশফিক ৫৬ বল খেলে ৬টি চার আর একটি ছক্কায় সাজান ৭১ রানের অনবদ্য ইনিংস।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

** গর্জে উঠেছে টাইগাররা
** বিপর্যয় কাটানোর চেষ্টা নবী-জাদরানের
** পাঁচ উইকেট নেই আফগানদের
** জুটি ভাঙলেন মাহমুদুল্লাহ
** ম্যাচের নিয়ন্ত্রণে টাইগারদের হাতে
** আবারো মাশরাফির আঘাত
** শুরুতেই মাশরাফি-রুবেলের আঘাত
** প্রথম ওভারেই মাশরাফির আঘাত
** আফগানদের ২৬৮ রানের টার্গেট দিল টাইগাররা
** দলকে মজবুত অবস্থানে রেখে ফিরলেন সাকিব
** সাকিব-মুশফিকের ব্যাটে শক্ত অবস্থানে টাইগাররা
** সাকিব-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা
** সেট হয়েও ফিরে গেলেন রিয়াদ
** তৃতীয় উইকেটের পতন, ফিরলেন সৌম্য
** রিয়াদ-সৌম্যের ব্যাটে শতক পেরোলো টাইগাররা
** দায়িত্ব নিয়েছেন রিয়াদ-সৌম্য
** তামিমের পর সাজঘরে এনামুল
** সাজঘরে তামিম
** পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ ৩৮
** বাংলাদেশের সতর্ক শুরু
** ব্যাটিংয়ে নেমেছেন তামিম-বিজয়
** টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।