ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেডেন ওভারে শুরু মালিঙ্গার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
মেডেন ওভারে শুরু মালিঙ্গার লাসিথ মালিঙ্গা

ঢাকা: ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। আফগানদের হয়ে ওপেনিংয়ে নেমেছেন জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল।

শুরুতে বল হাতে নেয়া লাসিথ মালিঙ্গা মেডেন ওভারে বোলিং সূচণা করেছেন। জাভেদ আহমাদি মালিঙ্গার প্রথম ওভার থেকে কোনো রান সংগ্রহ করতে পারেননি।

এ ম্যাচে শ্রীলংকা দলে এসেছে একটি পরিবর্তন। নুয়ান কুলাসাকেরার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন থিসারা পেরেরা।  

আফগানিস্তান একাদশে ঠুকেছেন দৌলত জারদান।  

এটি একাদশতম বিশ্বকাপ আসরের দ্বাদশতম ম্যাচ।

এর আগে উভয় দলই হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার মানে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ১০৫ রানে পরাজয় বরণ করে আফগানিস্তান।

** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।