ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের পর লিটনের বিদায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
তামিমের পর লিটনের বিদায় ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: তামিম ইকবাল ফিরে গেলেও সৌম্য সরকার আর লিটন দাশ মিলে টাইগারদের রানের চাকা ঘুরিয়ে নিয়ে চলেন। তবে, অভিষেক ম্যাচে ৬ উইকেট নেওয়া রাবাদার দ্বিতীয় শিকারে বিদায় নেন লিটন দাশ।

বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৭ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ৩.৪ ওভার খেলে তুলেছে ২৪ রান।

দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের টার্গেটে ব্যাট হাতে নামেন টাইগার ওপেনাররা। সিরিজে সমতা আনার লক্ষ্যে টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। তবে, আজও ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগারদের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। দলীয় ইনিংসের দ্বিতীয় আর রাবাদার প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ৫ রান করা তামিম।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগার বোলারদের অসাধারণ বোলিংয়ে মাত্র ১৬২ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চার ওভার বাকী থাকতেই গুটিয়ে যায় হাশিম আমলা, ডি কক, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো আর ফাফ ডু প্লেসিসদের মতো তারকা নির্ভর ব্যাটিং লাইনআপ।

ম্যাচের শুরু থেকেই প্রোটিয়া ব্যাটসম্যানদের চেপে ধরে টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে সফরকারীরা। টাইগারদের হয়ে মুস্তাফিজুর ও নাসির হোসেন তিনটি করে উইকেট তুলে নেন। দু’টি উইকেট পান রুবেল হোসেন আর একটি করে উইকেট দখল করেন মাশরাফি, মাহমুদুল্লাহ।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে ডু প্লেসিসের ব্যাট থেকে। এছাড়া শেষ দিকে ৩৬ রান করেন বেহারদিয়েন।

সফল বিশ্বকাপ মিশন, পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে স্বাগতিকরা। তবে, আমলা বাহিনীর এমন দাপুটে ক্রিকেটকে থামিয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ বাঁচাতে চায় মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১২ জুলাই ২০১৫
এমআর

** নেমেই তামিমের বিদায়
** টাইগারদের টার্গেট ১৬৩ রান
** নাসিরের ঘূর্ণিতে সাজঘরে অ্যাবোট
** মুস্তাফিজের তৃতীয় শিকার, ধুঁকছে প্রোটিয়ারা
** সাত উইকেট খুইয়েছে প্রোটিয়ারা
** মুস্তাফিজে বধ ডুমিনি
** ৩০ ওভারেও শ’ পেরোয় নি প্রোটিয়াদের
** গলার কাঁটা প্লেসিসও সাজঘরে
** ‘কিলার’ মিলারকে ফেরালেন মাহমুদুল্লাহ
** নাসিরের ঘূর্ণিতে ফিরলেন রুশো
** রুবেলের গতিতে স্ট্যাম্প উড়ল আমলার
** প্রথমেই আঘাত মুস্তাফিজের
** সমতায় ফিরতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।