মিরপুর থেকে: ইফতারের ঠিক আগ মুহূর্তেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ব্যাট-বলের উত্তেজনা থেমে যায় ইফতারের কিছুক্ষণ আগে।
তবে স্টেডিয়ামের ভেতর ইফতারের দাম আকাশচুম্বি হওয়ায় বেশি আইটেম কেনার সাহস পাচ্ছেন না অনেকে। এমনই অনুযোগ জানালেন সোহরাব হোসেন, ‘স্টেডিয়ামের ভেতর খাবারের দাম অনেক। বাইরে থেকেও ইফতার আনতে দেওয়া হচ্ছে না। সাধারণ দামের চেয়ে তিন-চার গুন বেশি দাম রাখা হচ্ছে। তবে এত মানুষ এক সঙ্গে ইফতার করছি-তাতে বেশ আনন্দ লাগছে। ’
এবার রমজানে মিরপুরে মোট ৬টি ম্যাচ হয়েছে (চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি)। ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে হয়েছিল এই রমজানের মধ্যেই। ওই দুই ম্যাচে বিসিবি সৌজন্য হিসেবে ইফতারির জন্য দর্শকদের এক বোতল করে পানি দিয়েছিল। কিন্ত অনেক দর্শক মাঠে বোতল ছুড়ে মারায় এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে বিসিবি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসকে/আরএম