ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো…

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো… ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে দারুণ এক কীর্তি গড়লেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দলটির বোলারদের পিটিয়ে হাফ সেঞ্চুরি করলেন তিন বাংলাদেশি ব্যাটসম্যান।



এ কীর্তিমান ব্যাটসম্যানরা হলেন- তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। ওপেনার তামিম করেছেন ৫৭, মিডলঅর্ডার ব্যাটসম্যান রিয়াদ তার চেয়ে ১০ রান বেশি ৬৭ এবং লিটন সংগ্রহ করেছেন পুরো ৫০। তামিমের ইনিংসে ছিল ৩টি চারের মার, রিয়াদের ১০টি এবং লিটনের ৭টি চার।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৪৭ রানে আউট হয়ে না গেলে এ কীর্তিতে তার নামও লেখা হয়ে যেতো।

এর আগে, প্রোটিয়াদের সঙ্গে এক ইনিংসে টাইগার ব্যাটসম্যানদের দু’টি হাফ সেঞ্চুরির কীর্তি ছিল।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে এ তিন ব্যাটসম্যানের কীর্তিতে ইতোমধ্যে ৭৩ রান লিড নিয়েছে বাংলাদেশ। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রান গুটিয়ে যায় প্রোটিয়ারা। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেট খুইয়ে ৩২১ রান।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।