ঢাকা: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ জনের স্কোয়াডে নতুন মুখ পাঁচজন।
তবে ওয়ানডে দলে থাকা দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নেকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি। অপরদিকে, চলমান ওডিআই সিরিজের দলে না থাকলেও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন পেসার নুয়ান কুলাসেকারা।
ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। ২৬ জুলাই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও (২-১) জয় পায় মিসবাহ-হাফিজরা।
লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া পাঁচজন হলেন পেসার বিনুরা ফার্নান্দো, অলরাউন্ডার ধাসুন শানাকা, লেগস্পিনার জেফরি ভান্ডারসে, ব্যাটসম্যান শিহান জয়সুরিয়া ও ধানানজয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলেকারাত্নে দিলশান, কুসাল পেরেরা, কিথরুয়ান ভিতানাগে, ধানানজয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ডাসুন শানাকা, চামারা কাপুগেদারা, শিহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফরি ভান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফার্নান্দো, চাতুরাঙ্গা ডি সিলভা ও মিলিন্ডা সিরিবর্ধনে।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) দু’দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিনের বিরতি দিয়ে ১ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আরএম