ঢাকা: ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে ট্রেন্টব্রিজ টেস্টে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এর চেয়ে কম রানে মাত্র ছয়বার অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
ইংলিশ এ পেসার ৯.৩ ওভার বল করে ১৫ রানে ৮ উইকেট নেন। সাদা পোশাকে তার আগের ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ৪৪ রানের বিনিময়ে ৭ উইকেট।
২৯৯ উইকেট নিয়ে অ্যাশেজের চতুর্থ টেস্টে মাঠে নামেন ব্রড। নেমেই প্রথম ওভারে তিনি ফিরিয়ে দেন ক্রিস রজার্স আর স্টিভেন স্মিথকে। এরপর তার শিকারে একে একে ফেরেন শন মার্শ, মাইকেল ক্লার্ক, ভোজেস, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও নাথান লিওন।
ক্যারিয়ারে ইনিংসে ১৩বার ৫ উইকেট পাওয়া ব্রড এ ম্যাচে মাত্র ১৯ বলের মধ্যে তার প্রথম ৫টি উইকেট তুলে নেন। টেস্ট ইতিহাসে ১৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নেওয়ার রেকর্ড আছে মাত্র একটি। অস্ট্রেলীয় বামহাতি পেস বোলার আর্নি টোশাক ১৯৪৭ সালে ব্রিসবেনে ভারতের বিপক্ষে মাত্র ১৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন।
এ ম্যাচের মধ্য দিয়ে ৬৫ বছর ধরে সাদা পোশাকের দ্রুততম ৫ উইকেট নেওয়া টোশাকের রেকর্ডে ভাগ বসান ব্রড। তবে, একদিক দিয়ে এগিয়ে টোশাক। ভারতীয় পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরের পথ ধরানোর সময় তার রান খরচ হয়েছিল মাত্র ২, যেখানে ব্রডের খরচ হয় ৬।
২০১১ সালে শেন ওয়াটসন কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছিলেন ২১ বলের ব্যবধানে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৫
এমআর