ঢাকা: অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বিপর্যয়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৮১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১০৭ রানেই ইংলিশরা ৮ উইকেট হারিয়ে ফেলেছে।
দলীয় ১৮৬ রানে তৃতীয় উইকেট হিসেবে ক্লার্ক ফিরে গেলে জুটি বাধেন স্মিথ আর ভোজেস। ১৪৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন স্মিথ-ভোজেস। দ্বিতীয় দিন স্টিভেন ফিনের বলে বোল্ড হওয়ার আগে স্মিথ খেলেন ১৪৩ রানের অনবদ্য এক ইনিংস। তার ইনিংসে ছিল ১৭টি চার আর দুটি ছক্কা। এছাড়া ভোজেসের ব্যাট থেকে আসে ৭৬ রান। শেষ দিকে ৫২ বলে ৫৮ রান করেন মিচেল স্টার্ক।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাইকেল ক্লার্ক করেন ১৫ রান।
১১০ রানের ওপেনিং জুটি গড়েন রজার্স আর ওয়ার্নার। ব্যক্তিগত ৪৩ রানে রজার্স অ্যালিস্টার কুকের তালুবন্দি হয়ে ফিরলেও ওয়ার্নার করেন ৮৫ রান। ১৩১ বলের মোকাবেলায় তার ইনিংসে ছিল ১১টি চারের মার। মঈন আলির বলে অ্যাডম লিথের হাতে ধরা পড়েন ওয়ার্নার।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টিফেন ফিন, বেন স্টোকস আর মঈন আলি।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। ৪০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ১০৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান আসে দলপতি অ্যালিস্টার কুকের ব্যাট থেকে। আরেক ওপেনার অ্যাডাম লিথের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে। মঈন আলি আর মার্ক উড তৃতীয় দিন ব্যাট হাতে নামবেন।
অজিদের হয়ে তিনটি উইকেট নেন মিচেল মার্শ। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন নাথান লিওন এবং পিটার সিডল।
এ ম্যাচটি হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ৩-১ এ এগিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর/