ঢাকা: কলম্ব টেস্ট আস্তে আস্তে ভারতের দিকেই হেলে পড়ছে। কারণ তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭০ রানে মাত্র একটি উইকেট হারিয়েছে দলটি।
স্কোর: ভারত-৩৯৩ ও ৭০/১(২৯.২)
শ্রীলঙ্কা-৩০৬
ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই অবশ্য হোঁচট খায়। দলীয় তিন রানের মাথায় আগের ইনিংসে সেঞ্চুরি হাকানো লোকেশ রাহুল ব্যক্তিগত দুই রানে ধামিকা প্রশাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিওনে ফিরেন। তবে দিনের বাকি সময়টুকু দেখেশুনে শেষ করেন মুরালি বিজয় ও আজিঙ্কে রাহানে। বিজয় ৩৯ ও রাহানে ২৮ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কা এদিন অবশ্য শুরুটা ভালোই করে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯৯ রানের জুটি গড়েন। থিরিমান্নে ৬২ রানে আউট হলেও অধিনায়ক ম্যাথিউস তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তবে এর পর স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারালে শেষ পর্যন্ত ৩০৬ রানে থামে তাদের ইনিংস।
সফরকারী বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান লেগ স্পিনার অমিত মিশরা। আর দুটি করে উইকেট পান ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমএমএস