ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ:

তিন ভেন্যুতে ধুঁকছে আগে ব্যাট করা দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
তিন ভেন্যুতে ধুঁকছে আগে ব্যাট করা দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় লিগের গত রাউন্ডে রান-বন্য ছুটেছিল প্রতিটি ভেন্যুতেই। ঠিক উল্টো চিত্র চতুর্থ রাউন্ডে এসে।

বোলারদের দাপটে শেষ হয়েছে চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা। দেশের চার ভেন্যুর তিনটিতেই ধুঁকতে হয়েছে আগে ব্যাট করা দলকে। প্রথম দিনেই ইনিংস গুটিয়ে গেছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ।
 
খুলনা-ঢাকা:
ফতুল্লার খান সাহেব ওসমনা আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া খুলনা দুই সেশনও ব্যাটিং করতে পারেনি। ৩৯.৪ ওভারে অলআউট  হয়েছে মাত্র ১১৭ রানে। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তিন উইকেটে ৭৭ রান তুলেছে ঢাকা বিভাগ।

৪৯ রানে অপরাজিত আছেন ঢাকার ওপেনার জয়রাজ শেখ। খুলনার পেসার মুস্তাফিজুর রহমান নিয়েছে দুটি উইকেট।

এর আগে সকালে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারকা সমৃদ্ধ দল খুলনা বিভাগ। ওপেনার ইমরুল কায়েস ২৭ ও নুরুল হাসান দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া আব্দুর রাজ্জাক ১৩ ও এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ১১ রান।

ঢাকা বিভাগের হয়ে মাসুম খান চারটি,মোহাম্মদ শরীফ ও আলী আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন।
 
রাজশাহী-চট্টগ্রাম:
ভালো সূচণার পরও চট্টগ্রামের বিপক্ষে ইনিংস বড় করতে পারেনি রাজশাহী বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইফতেখার সাজ্জাদের ঘূর্নিতে ২০৮ রানে থামে রাজশাহীর ইনিংস।

ওপেনার নাজমুল হাসান শান্তর দৃঢ়তায় ২ উইকেট হারিয়ে ১০০ রান পার করে রাজশাহী। এর পর দ্রুতই টপঅডারের বাকি উইকেটগুলো হারালে চাপে পড়ে রাজশাহী। ৭২ ওভার ব্যাটিং করে দু’শ পার করে অলআউট হয় তারা।

নাজমুল হোসেন শান্ত ৬৩, জুনায়েদ সিদ্দিক ৩৩ ও মুশফিকুর রহিম করেন ২৪ রান। চট্টগ্রামের অফস্পিনার ইফতেখার সাজ্জাদ নেন পাঁচটি উইকেট। মেহেদি হাসান রানা ও মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন দুটি করে উইকেট।
 
জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৪৩ রান তুলেছে চট্টগ্রাম। তামিম ইকবাল ৩৫ ও নাফিস ইকবাল ৭ রানে অপরাজিত আছেন।

বরিশাল-সিলেট:
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৫৫ রানে শেষ হয়েছে বরিশালের ইনিংস। জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ এক উইকেটে ৪৫ রান।

ইমতিয়াজ হোসেন ২৫ ও জাকির হোসেন ৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে বরিশাল। ৩৫ রান তুলতেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। পরে আর খোলস ছেড়ে বের হতে পারেনি বরিশাল। দেড়’শ পার করেই অলআউট হয় তারা।

আল আমিন ৩৬, সালেহ আহমেদও গোলাম কবীর ২১ রান করে যোগ করেন বরিশারের ইনিংসে। নাসুম আহমেদ চারটি, অলক কাপালি ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।