ঢাকা: নিরাপত্তা সমস্যার কারণে ভারত ত্যাগ করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ‘স্টার স্পোর্টস‘এর ধারাভাষ্যে কাজ করতেন এ তারকারা।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যকার আলোচনাকে কেন্দ্র করে চরম বিরোধীতা করে ভারতীয় রাজনৈতিক দল শিব সেনা। পাকিস্তান বিরোধী এ দলটি পরবর্তীতে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে গিয়ে আন্দোলন করে।
সাবেক পাকিস্তান অধিনায়ক আকরামের এজেন্ট আরসালান হাইদার নিশ্চিত করেছেন, চেন্নাইয়ে চতুর্থ ওয়ানডের পর ২৩ অক্টোবর ভারত ত্যাগ করবেন সাবেক দুই তারকা।
এদিকে ইতোমধ্যে পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে ভারত-প্রোটিয়া সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, মুম্বাইয়ে বিসিসিআইয়ের কার্যালয়ের কর্মকান্ডের পর আমরা আলিমকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
আলিমদার দু’দলের প্রথম তিন ওয়ানডেতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। তবে শেষ দুই ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থাকার কথা থাকলেও নিরাপত্যা ইস্যুতে ভারত ছাড়ছেন আইসিসি এলিট প্যানেলের এ আম্পায়ার।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৫
এমএমএস