ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলে জায়গা হারালেন ওমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
দলে জায়গা হারালেন ওমর আকমল

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত স্কোয়াডে সুযোগ পাননি ওমর আকমল। পাকিস্তানের ক্রিকেটে দুর্নাম বয়ে আনায় ক্রিকেট বোর্ডের কারণ দশানো নোটিশ পাওয়াতেই তাকে স্কোয়াডে রাখা হয়নি।

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুন রশিদ এমনটিই নিশ্চিত করেন।

চার ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৬ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৭ ও ৩০ নভেম্বর। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে জানা যায়, ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে হায়দ্রাবাদ ও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনসের মধ্যকার ম্যাচের মধ্যে যথাযথ ‍অনুমতি না নিয়েই হায়দ্রাবাদে একটি পার্টিতে অংশ নেন ওমর আকমল। এতেই নিয়ম ভঙ্গ করে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দলে জায়গা হারিয়েই তাকে এর মূল্য দিতে হলো!

আকমলের অনুপস্থিতি অভিষেকের অপেক্ষায় ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান রাফাতুল্লাহ মোহাম্মদ। ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্সের কারণেই ‘বুড়ো’ বয়সেও তিনি জাতীয় দলে ডাক পেলেন। ২০০৯ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে আমের সাজ্জাদের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮০ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছিলেন রাফাতুল্লাহ। সে ম্যাচটিতে তিনি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ৩০২ রানে অপরাজিত ছিলেন।

অপরদিকে, আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে শেষে একদিনের ক্রিকেটকে বিদায় জানোনো ইউনিস খানের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইফতিখার আহমেদ টি-২০ সিরিজের স্কোয়াডেও রয়েছেন।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, রাফাতুল্লাহ মোহাম্মদ, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, ইমাদ ওয়াসিম, বিলাল আসিফ, ইমরান খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ ও আমের ইয়ামিন। এর মধ্যে ফিটনেস সমস্যায় থাকা ইমাদ ওয়াসিম শেষ পর্যন্ত খেলতে পারলে তার স্থলাভিষিক্ত হবেন বিলাল আসিফ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।