ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিও স্পোর্টসেও দেখা যাবে বিপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নিও স্পোর্টসেও দেখা যাবে বিপিএল

ঢাকা: ২২ নভেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটীয় লড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংস এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর।



বাংলাদেশের চ্যানেল হিসেবে বিপিএলের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে চ্যানেল নাইন। আগামী ছয় বছর বিপিএলের সমস্ত খেলা দেখাবে চ্যানেলটি।

অন্যসব চ্যানেলগুলোর পাশাপাশি এবারের আসরের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে ভারতের চ্যানেল নিও স্পোর্টস। স্পোর্টস এ চ্যানেলটির পাশাপাশি নিও প্রাইমের পর্দাতেও দেখা যাবে বিপিএলের ম্যাচ। আর চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিপিএলের মোট ৩৪টি ম্যাচ সম্প্রচার করবে চ্যানেলটি।

নিও স্পোর্টস কর্তৃপক্ষের হয়ে নিতিন আনন্দ বিপিএলের প্রশংসা করে বলেন, আমরা শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য সব সময় প্রস্তুত থাকি। আশা করি ২০১৫ সালের আসরটি আগের থেকেও বেশি দর্শক প্রিয়তা পাবে। কারণ, এবারের আসরে গুনগত মানসম্পন্ন ক্রিকেটার এবং দল অংশ নিতে চলেছে। ’

২২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের ময়দানি লড়াই। ঢাকা ও চট্টগ্রামের মাটিতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে আসরটি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।