ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬৭ মিনিট পর মাঠে গড়ায় ম্যাচ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
৬৭ মিনিট পর মাঠে গড়ায় ম্যাচ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সিলেট সুপার স্টারসের দলে বিদেশি ক্রিকেটার নিয়ে চরম নাটকীয়তার প্রায় ৬৭ মিনিট পর শুরু হয় বিপিএলের চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টারসের মধ্যকার ম্যাচটি।

দলটিতে দু’জন বিদেশি খেলোয়াড় জসুয়া কব ও রবি বোপারার নাম টিমলিস্টে না থাকায় তাদের মাঠে দেখে আপত্তি জানান চিটাগং অধিনায়ক তামিম ইকবাল।

শুধু তাই নয়, ওই দুই খেলোয়াড়ের অনাপত্তিপত্রও এখনও আসেনি। এমন সব অসঙ্গতির কারণেই ম্যাচটি প্রায় ১ ঘণ্টা ৭ মিনিট বন্ধ থাকার পর তা আবার শুরু হয়।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে জানান, ‘সিলেট সুপার স্টারসের দুই বিদেশি ক্রিকেটার জসুয়া  কব ও রবি বোপারার এনওসি না থাকায় এই সমস্যা হয়। ’

এর আগে সোমবার (২৩ নভেম্বর) টসের নির্ধারিত সময়ে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম মাঠে এসে ম্যাচ রেফারির সঙ্গে দাঁড়িয়ে থাকলেও সেখানে ছিলেন না সিলেট অধিনায়ক মুশফিক। মূলত দল নিয়ে এমন সমস্যা থাকার কারণেই টসের নির্ধারিত সময়েরও ২৬ মিনিট পর তা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।