ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিবা-রাত্রির টেস্টে রেকর্ড টিভি দর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
দিবা-রাত্রির টেস্টে রেকর্ড টিভি দর্শক ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেল দিবা-রাত্রির টেস্ট। আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার অ্যাডিলেড টেস্টটি চরম সফলতা লাভ করেছে এমন ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও নাইন নেটওয়ার্ক।

সেই সঙ্গে ম্যাচটির শেষ দিন পর্যন্ত রেকর্ড টেলিভিশন দর্শক পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থা দুটি।

দু’দলের তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টটি তিন দিনেই ফলাফল বের হয়। যেখানে অজিরা কিউইদের বিপক্ষে তিন উইকেটে জিতে সিরিজের ২-০ ব্যবধানে জয় লাভ করে। আর পুরো ম্যাচটি ৩.১৯ মিলিয়ন সমর্থক টিভিতে দেখেছে। এছাড়া পিটার সিডলের উইনিং রানটিই শুধু দেখেছে ৩.১০ মিলিয়ন ভক্ত।

এ ম্যাচটির পুরো তিন দিনই, দিনের সেরা সময়ে উপস্থাপন করা হয়েছে। যেখানে রোববার রাতে ২.১৩৩ মিলিয়ন সমর্থক গড়ে এই খেলাটি দেখেছে। ম্যাচের প্রথম দিনে দেখেছেন ১.৮৪ মিলিয়ন ও দ্বিতীয় দিন দেখেছেন ১.৯৪ মিলিয়ন সমর্থক।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।