ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘লারাই বাঁচাতে পারে ক্যারিবীয়দের’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
‘লারাই বাঁচাতে পারে ক্যারিবীয়দের’ ছবি: সংগৃহীত

ঢাকা: হতাশা আর বিষণ্নতায় দিন কাটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। একের পর এক বাজে পারফরম্যান্সে প্রায় ধ্বংসের মুখে ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেট।

আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এমন সংকটের সময় দলটির কিংবদন্তি ব্রায়ান লারাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ঘূর্ণি জাদুকর শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে তিন দিনে হারের মুখ দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পারফরম্যান্স মাথা নুইয়ে দিচ্ছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের মতো কিংবদন্তিদের। তাই বিপর্যস্ত ক্যারিবীয়ানদের রক্ষা করতে ক্রিকেটের বরপুত্র’র কাছে এক খোলা বক্তব্যে ওয়ার্ন জানিয়েছেন, লারাই বাঁচাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।

লারা বর্তমানে ওয়ের্স্টান ‍অস্ট্রেলিয়া বিগ ব্যাশ টুর্নামেন্টে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে লিজেন্ডস একাদশের হয়ে খেলছেন। আর সাবেক অজি স্পিনার ওয়ার্ন মনে করেন, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করতে পারবেন লারা।

অস্ট্রেলিয়ার নিউজ ডট কমের বরাত দিয়ে ওয়ার্ন জানান, লারার অর্ন্তভূক্তিই ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তী হারের হাত থেকে বাঁচাতে পারে। পরবর্তীতে ওয়ার্নের মন্তব্যের বিপরীতে দলের সঙ্গে কাজ করার ব্যাপারে নিজের টুইটারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন লারা।

হোবার্ট টেস্টে ইনিংস ও ২১২ রানে হেরেছে জেসন হোল্ডারের নেতৃত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যায় অজিরা। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পেয়েছিল।

গত ২০ বছরে ২১ বার ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ৩০ বছরে মাত্র ৫ বার ইনিংস ব্যবধানে হারে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।