ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বুধবার ভারত যাচ্ছে অনূর্ধ্ব-১৫ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বুধবার ভারত যাচ্ছে অনূর্ধ্ব-১৫ দল ছবি : জি এম মুজিবর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সিরিজ খেলতে বুধবার (২০ জানুয়ারি) ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটাররা।

এ দিন সকাল ১০টায় কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।

বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন ১৬ জন নবীন ক্রিকেটার।

কলকাতা যাত্রার আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে মিরপুর একাডেমি চত্ত্বরে কোচ-কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা।

ভারত সফরে সিএবি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে চারটি তিনদিনের ও দুটি একদিনের ম্যাচ খেলবে ইয়াং টাইগাররা।

গত বছরের অক্টোবরে সিএবি’র অনূর্ধ্ব-১৭ দল বাংলাদেশ সফর করে। তিনদিনের ম্যাচের সিরিজে জয়লাভ করে জুনিয়র টাইগাররা। এবার অনূর্ধ্ব-১৫ দল জয়ের মিশন নিয়ে যাচ্ছে কলকাতায়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।