ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

হালকা বৃষ্টির কারণে টসে বিলম্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
হালকা বৃষ্টির কারণে টসে বিলম্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম(ফাইল ফটো)

খুলনা থেকে: ওয়ালট টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আর কিছু পরেই মাঠে নামার কথা বাংলাদেশ-জিম্বাবুয়ের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও হালকা বৃষ্টির কারণে তা সম্পন্ন হয়নি।

মাঠ ঢেকে রাখা হয়েছে।

এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নেয় টাইগাররা। তৃতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে এ ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। মাশরাফি বিন মতুর্জার অধীনে নতুন বছরের প্রথম সিরিজটি নিজেদের মাটিতেই রেখে দিতে চায় সৌম্য-সাব্বিররা। আর এ ম্যাচে জিতলে পরশুর শেষ ম্যাচটা হবে শুধু আনুষ্ঠানিকতা।

দেশের মাটিতে এশিয়া কাপ আর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া যোগ করতেই মাঠে নামবে টাইগাররা। প্রথম দুই ম্যাচে একাদশ অপরিবর্তিত রেখে টিম কম্বিনেশন খোঁজার পরীক্ষা সম্পন্ন করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

প্রথম ও দ্বিতীয় ম্যাচের মতো এই স্কোয়াডে রাখা হয়নি ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমকে। এছাড়া বিশ্রামে রাখায় টাইগারদের শিবিরে নেই মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। রাখা হয়নি শুভাগত হোমকেও। এছাড়া আগেই জানিয়ে রাখা হয়েছিল ওপেনার তামিম ইকবালকে খেলানো নাও হতে পারে।

সঠিক পথে পরীক্ষা-নিরীক্ষা করে সিরিজ নিশ্চিত করাই এখন টাইগারদের সঙ্গে কোটি টাইগার প্রেমীদের প্রত্যাশা।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা, চামু চিভাবা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিলটন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবনি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।