ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায়

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা দল চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা দল চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অন‍ূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত খেলায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ১৬৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা দল সব কয়েকটি উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৩৫ রান করে।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
 
এসময় উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাগর। এছাড়াও অনুষ্ঠানে সাবেক কৃতি ক্রিকেটার বিশ্বনাথ দে ধারা ও লালুকে সংবর্ধনা দেওয়া হয়।

টুর্নামেন্টে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।