ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে শঙ্কা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর কয়েক ঘণ্টা পরই শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে এ মুহূর্তে মিরপুরে হালকা বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে সাতটায়।

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি থাকবে-এমন আভাস গতকাল বাংলানিউজকে দিয়েছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসের প্রতিফলন ঘটে গতকাল রাতেই। রাত দুইটা থেকে মধ্যরাত পর্যন্ত মিরপুরে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।

মধ্যরাতের বৃষ্টির পর সকাল থেকে দুপুর অবধি পুরো মাঠ ত্রিপলে ঢেকে রাখা হয়। দুপুর দুইটার দিকে গ্রাউন্ডসম্যানরা কাভার তোলার জন্য প্রস্তুতি নিতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পরে আবারও ত্রিপলে আবৃত করা হয় পুরো মাঠ।

সকালে ঢাকায় একপশলা শিলাবৃষ্টি হয়েছে। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পূর্বালী লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে। তারা জানায়, মৌসুমি বায়ু ঊর্ধ্বগামী হওয়ার কারণেও বৃষ্টি হচ্ছে। রংপুর ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। তবে এ ধরনের বৃষ্টি পরিমাপযোগ্য নয়। মৌসুমে শুরুতে এ ধরনের বৃষ্টি এটাই প্রথম। রাতের দিকে আবারও কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু আজই নয়; বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে আগামীকালও।   বৃষ্টি বাধায় পড়তে পারে বৃহস্পতিবারের শ্রীলঙ্কা-আরব আমিরাতের ম্যাচও।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

**বাংলাদেশ-ভারত ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।