ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের মাথায় হাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভারতের মাথায় হাত ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের প্রহর গুনছেন ক্যারিবীয় যুবারা। ৪৯ ওভার শেষ হলো।

শিরোপা জিততে হেটমায়ারদের প্রয়োজন তখন মাত্র ৩ রান। হাতে আছে আরও ছয়টি বল।
 
৫০ তম ওভারের খেলা শুরু হয়েছে। খলিল আহমেদের প্রথম বলেই ১ রান নিয়ে কার্টিকে স্ট্রাইকে দিলেন কেমো পল। দ্বিতীয় বলেও আবার একটি সিঙ্গেল করেই পলকে স্ট্রাইকে দিলেন কার্টি। আর তৃতীয় বলেই ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনাটি।
খলিলের ওই বলটি ব্যাটের মাথায় সজোরে লাগিয়ে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে পাঠিয়ে দিয়েই স্প্রিং ড্যান্সে মেতে উঠলো গোটা ক্যারিবীয় শিবির। যেন বহু কাঙ্খিত কিছু জয় করা হয়েছে। যেন, অসাধ্য সাধন হযেছে।
 
অন্যদিকে, মাঠের ঠিক মাঝখানে মাখায় হাত দিয়ে বিবর্ণ বদনে বসে আছেন ভারত যুবা দলের অধিনায়ক ইশান কিশান। যেন পরামাকাঙ্খিত কিছু হাত হয়ে গেছে। যেন জাত গিয়েছে। তার অঙ্গভঙ্গি বলে দিচ্ছে যে, দলটির উপর দিয়ে এক প্রলয়ংকারী ঝড় বয়ে গেছে যা দুমরে মুচরে দিয়েছে দলটির সকল গরিমা। যেন বড় ধরণের কোন ক্ষতি হয়ে গেছে!
 
আসলে হয়েছেও কিন্তু ওই রকমের কিছুই। কেননা, পরম আরাধ্য আইসিসি অ-১৯ বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হযেছে এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী ভারতের। হট ফেভারিট হয়ে এবারের আসর শুরু করা ভারত কুপোকাত হলো ওযেস্ট ইন্ডিজের কাছে! তাইতো এমন মলিন মুখে দলটির যুবা অধিনায়ক।

অন্যদিকে, নাচতে নাচতে মিরপুরের নরম মাটিতে গর্ত করে ফেলছেন জয়ী দল ওয়েস্ট ইন্ডিজের সদস্যরা। তাদের স্প্রিং ড্যান্সই বলে দিচ্ছে শিরেপাটি জিততে তারা কতটা মরিয়া হয়েছিল।
   
 এর আগে মিরপুরে, আইসিসি অ-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজের যুবারা। ভারতের দেয়া ১৪৬ রানের সহজ লক্ষ্য ক্যারিবীয়রা পার হয়ে যায় ৫ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।