ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজ পেসারদের প্রশংসায় দ্রাবিঢ়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
উইন্ডিজ পেসারদের প্রশংসায় দ্রাবিঢ় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের দাপটেই মূলত কোনঠাসা হয় ভারত। মিরপুরে ঘাসের উইকেটে গতির ঝড় তোলে ভারতকে ১৪৫ রানে গুড়িয়ে দিয়ে ম্যাচ জয়ের পথ তৈরী করে দেয় উইন্ডিজ পেসাররা।



পাঁচ উইকেট, তিন বল হাতে রেখে ১৪৫ রান টপকে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে তাই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের প্রসংশা পেলেন উইন্ডিজ পেসাররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের কিংবদন্তী এ ক্রিকেটার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পেসাররা সত্যিই অসাধারণ বোলিং করেছেন। বিশেষ করে, তাদের উদ্বোধণী দুই পেসার। তাদের লাইন-লেন্থ আজ অসাধারণ ছিল। তাদের বোলিংয়ের বিপক্ষে সহজাতভাবে খেলা কঠিন হয়ে পড়েছিল। ’

মাত্র ১৪৫ রান করেও শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়ায় ভারতীয় বোলার-ফিল্ডারদেরও কৃতিত্ব দেন দ্রাবিড়, ‘১৪৫ রান যথেষ্ট ছিলো না। তারপরও বোলার-ফিল্ডারা ম্যাচটাকে শেষ ওভারে নিয়ে গেছে। এ জন্য তাদের কৃতিত্ব দেয়া উচিত। ’

‘বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুব ক্রিকেটাররা ভবিষ্যতে ভালো করবে, এই আশা করি। এজন্য প্রথম শ্রেনীর ক্রিকেটে তাদের ভালো করতে হবে। ’-যোগ করেন রাহুল দ্রাবিড়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।