ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপরিবর্তিত দল নিয়ে নামবে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
অপরিবর্তিত দল নিয়ে নামবে টাইগাররা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মাশরাফি বাহিনীর জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে টস জিতে এ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি।

টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামবেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।

দুই দলের মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

আরব আমিরাতের বিপক্ষে খেলা দলটিকেই রেখে দিয়েছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশনে বদল আনেনি বাংলাদেশ। চার পেসার নিয়েই মাঠে নামবে তারা।

ইনজুরির কারণে শ্রীলঙ্কা দলে খেলছেন না টি-টোয়েন্টির বিধ্বংসী বোলার লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে দলে এসেছেন থিসারা পেরেরা। আর এ ম্যাচে অধিনায়কত্ব করবেন অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কা দলে মালিঙ্গার অনুপস্থিতিতেও স্বস্তিতে থাকার কথা নয় বাংলাদেশের। মালিঙ্গার পরিবর্তে আসা থিসারা পেরেরাও কম ভয়ঙ্কর নন। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ভুগিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কঠিনতম প্রতিপক্ষের একটি শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে চার ম্যাচের সবকটিতেই হার বাংলাদেশের। মানে, টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এখনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা। টাইগারভক্তদের মাঝে অতীতের হতাশা আজ ভুলিয়ে দিতে পারেন মাশরাফি-সাকিবরা, একটি জয় তুলে নিয়ে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে লঙ্কানরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফর্মে কোনো দলই এগিয়ে নেই। কেউ কারো চেয়ে কম যায়নি। সবশেষ খেলা পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে তিনটি ম্যাচে। অপরদিকে, শ্রীলঙ্কাও তাদের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতলেও হেরেছে তিনটিতে। সবশেষ তারা ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। আর বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ চার ম্যাচ সিরিজে ২-২ এ সমতা রাখে।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হারে লাল-সবুজরা। তবে, ঘুরে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫১ রানের বড় জয় তুলে নেয় সাকিব-সৌম্য-মুশফিক-মুস্তাফিজরা। এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ জয় ভিন্ন কিছুই ভাবছে না। ভক্তদের প্রত্যাশা ব্যাটে-বলে জ্বলে উঠে নিশ্চয়ই মেটাতে চাইবে মাশরাফির দল।

অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪ রানে হারায় লঙ্কানরা। তবে, ব্যাটিং ইনিংসে ১২৯ রানেই গুটিয়ে গিয়েছিল লাসিথ মালিঙ্গার দলটি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্ডা শ্রীবর্ধানে, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চামারা কাপুগেদারা, সিহান জয়সুরিয়া, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুসমন্ত চামিরা ও থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।