ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং নিয়ে মিরাজের উপলব্ধি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ব্যাটিং নিয়ে মিরাজের উপলব্ধি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: চট্টগ্রামের মতো ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ছয় উইকেট নিয়ে বাংলাদেশ দলের সেরা পারফরমার মেহেদি হাসান মিরাজ। দিন শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এলেন এ অফস্পিনার।

নিজের বোলিংয়ের পাশাপাশি বললেন ব্যাটিং নিয়েও।  

মিরাজ বোলার হলে হয়তো সংবাদ সম্মেলনে প্রশ্নটাই উঠতো না। মিরাজ যে খাঁটি অলরাউন্ডার-ব্যাটিং প্রসঙ্গটা এলো সে কারণেই।  

এ বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে দিয়েছেন নেতৃত্ব। ছিলেন দলের মূল স্পিনারদের একজন, আবার স্বীকৃত ব্যাটসম্যান। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে যুব বিশ্বকাপে পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

কিন্তু আন্তর্জাতিক ম্যাচে মিরাজের ব্যাটে রানের দেখা নেই। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে করেছেন ১ রান করে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ‘১’ এর গন্ডি পেরোতে পারেননি। আউট হয়েছেন ওই ১ রানেই। এর কারণ কি?

মিরাজ তুলে ধরলেন বাস্তবতা, ‘আমার মনে হয় অনূর্ধ্ব-১৯ আর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ব্যবধান। আপনারা জানেন এখানে অনেক পরিপক্ক ও বিশ্বমানের বোলার বোলিং করে। বিশেষ করে টেস্টের জন্য ইংল্যান্ড দল বিশ্বমানের। আমি চেয়েছিলাম ভালো করার, কিন্তু দুর্ভাগ্য হলো না। চেষ্টা করবো ব্যাটিংয়ে উন্নতি করার। ’
** যেখানে অনন্য মিরাজ
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।