ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তান সিরিজের আগে নিউজিল্যান্ড শিবিরে অস্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, নভেম্বর ৪, ২০১৬
পাকিস্তান সিরিজের আগে নিউজিল্যান্ড শিবিরে অস্বস্তি মিচেল স্যান্টনার (বাঁ থেকে দ্বিতীয়)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: টেস্টে ভারতের মাটিতে হোয়াইটওয়াশ (৩-০) হওয়া নিউজিল্যান্ডের সামনে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। প্রতিপক্ষ পাকিস্তান।

কিন্তু ইনজুরি সমস্যা ভাবিয়ে তুলেছে কিউইদের। দলের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার প্রথম টেস্টে ছিটকে গেছেন। পরেরটিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে জোরালো সংশয়।

ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে অনুশীলনের সময় ডান কবজিতে আঘাত পান ২৪ বছর বয়সী স্যান্টনার। পরে এক্স-রে রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ক্রাইস্টচার্চে আগামী ১৭ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় টেস্ট হ্যামিল্টনে (২৫ নভেম্বর ‍থেকে)। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। এখনো দল ঘোষণা করেনি স্বাগতিকরা।

প্রসঙ্গত, সাদা পোশাকে পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সও ব্ল্যাক ক্যাপসদের জন্য উদ্বেগের কারণ হতে পারে! সদ্যই আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে মিসবাহ উল হকের দল। তার আগে গত জুলাই-আগস্টে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ সমতায় শেষ করে টিম পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।