আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
বিশ্বকাপের মঞ্চে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় না এলেও শেষ পর্যন্ত লড়ে নজর কাড়ে টাইগ্রেসরা।
এবার তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউই নারীরা টানা দুই ম্যাচে হারের তেতো অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, বাংলাদেশ ফিরে আসতে চায় জয়ের ধারায়। দুই দলের জন্যই এই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ একাদশ: রুবেয়া হায়দার, শারমিন আখতার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, সুমাইয়া আখতার, স্বর্ণা আখতার, ফাহিমা খাতুন, নাহিদা আখতার, রাবেয়া খান, মারুফা আখতার ও নিশিতা আখতার নিশি।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, আমেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটকিপার), জেস কের, রোজমেরি মেয়ার, লিয়া তাহুহু ও ইডেন কারসন।
এফবি/আরইউ