ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরাথ ঘূর্ণিতে জয়ের পথে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
হেরাথ ঘূর্ণিতে জয়ের পথে শ্রীলঙ্কা ছবি:সংগৃহীত

প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও একই ধারা ধরে রাখলেন রঙ্গনা হেরাথ। মোট ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রায় একাই হারার পথে রাখলেন বাঁহাতি এ স্পিনার।

ঢাকা: প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও একই ধারা ধরে রাখলেন রঙ্গনা হেরাথ। মোট ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রায় একাই হারার পথে রাখলেন বাঁহাতি এ স্পিনার।

জিম্বাবুয়ের জয়ের জন্য এখনও প্রয়োজন ৩১১ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই নেই তাদের সাত উইকেট। লঙ্কানদের জয়ের জন্য দরকার তিনটি উইকেট।

জয়ের লক্ষ্যে ৪৯১ রানের অসম্ভব টার্গেটে খেলতে নামে স্বাগতিকরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত আছেন ক্রেইগ আরভিন। এছাড়া ৪৫ করেছেন পিটার মুর। হেরাথের দখলে গেছে পাঁচ উইকেট।

এর আগে তৃতীয় দিনে চার উইকেট হারিয়ে ১০২ রান করা লঙ্কানরা চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার দিমুথ করুনারত্নে। ৬২ রান আসে কুশাল পেরেরার ব্যাট থেকে। পরে ২৫৮ রানে নয় উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে দলটি। জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নেন গ্রায়েম ক্রেমার। আর তিন উইকেট পান কার্ল মামবা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।