ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো জায়গায় বল করতে পারিনি: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ভালো জায়গায় বল করতে পারিনি: সাকিব

বরিশাল বুলসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে বিপিএলে দুর্দান্ত সূচনা করেছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের কাছে তারা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।

মিরপুর থেকে: বরিশাল বুলসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে বিপিএলে দুর্দান্ত সূচনা করেছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের কাছে তারা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।
 
রাজশাহীকে বড় পুঁজি দিতে পারেনি ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে করে ১৩৮ রান। তারপরও মিরপুরের উইকেট বিচারে লড়াইটা জমাতেই পারতো ঢাকা। কিন্তু বোলাররা ঠিক জায়গায় বল করতে না পারায় হারতে হয়েছে বলে মনে করছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
 
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘একটা সময় আমাদের বোলিংটা ভালো হচ্ছিলো। ওদের প্রয়োজনীয় রান ৮ এ চলে আসছিল। এ উইকেটে ৮ করে রান করা কঠিন। কিন্তু আমরা আসলে ভালো জায়গায় বল করতে পারিনি। বোলারদের যেভাবে বল করা উচিত ছিল সেভাবে বল করতে পারিনি। ’
 
ঢাকার বোলাররা রাজশাহীর ব্যাটসম্যানদের চেপে ধরতে না পারায় ১১ বল হাতে রেখেই জয় ‍তুলে নেয় রাজশাহী। সামিট প্যাটেলের অপরাজিত ৪৪ ও সাব্বির রহমানের ৩১ রানে ভর করে বিপিএলের চতুর্থ আসরে প্রথম জয়ের দেখা পায় রাজশাহী।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।